Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/VHy6maF630y3GFLj07YP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দার্জিলিংয়ে তুষারপাত হয়েছিল। সেবার ঘুম, টাইগারহিল, সান্দাকফুতে তুষারপাত হয়। ছাঙ্গু, লাচেন, টুংলিংও বরফে ভরে যায়। এদিকে এবার ডিসেম্বরেই পাহাড়ে তুষারপাত হতে পারে। হ্যাঁ, দার্জিলিংয়ে সেই সময়ে গেলে আপনিও সেই নৈস্বর্গিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন। বৃহস্পতিবার বিকালে বরফ পড়েছে সান্দাকফুতে। তবে কি বড়দিনের আগেই পাহাড়ে বরফ পাবেন পর্যটকরা? অনুমান এমনটাই করা হচ্ছে। আগামী পাঁচদিনের মধ্যেই দার্জিলিং ছাড়া আর বাকি কোথাও বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। তাই খুব উচ্চতর এলাকায় সামান্য বরফ পড়তে পারে তখনই।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us