দক্ষিণেশ্বর মেট্রোতে রক্তক্ষরণ, দুই ছাত্রের বচসা, ছুরির হামলায় হত পড়ুয়া

দক্ষিণেশ্বর মেট্রোতে বন্ধুর পিঠে ছুরির হামলা, হত ১৭ বছরের কিশোর।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। দুই ছাত্রের মধ্যে শুরু হওয়া বচসা ও তর্কাতর্কি এতটাই উত্তপ্ত হয় যে এক পর্যায়ে মারধরে রূপ নেয়। অভিযোগ, এই মারধরের সময় একজন ছাত্র ছুরি হাতে অপর ছাত্রের উপর হামলা চালান।

dead

ঘটনা শুক্রবারের। মেট্রো স্টেশনে ছাত্র ছুরি নিয়ে ঢুকতে পারলো কীভাবে, তা নিয়ে উঠেছে কঠোর প্রশ্ন। এই হামলায় ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয়েছে।