/anm-bengali/media/media_files/hyaSh6JWW2wYe6Ss2zMi.jpg)
নিজস্ব সংবাদদাতা: অষ্টমী পেরিয়ে নবমীও শেষ। ঠাকুর দেখতে বেরিয়ে কাঠ ফাটা রোদে নাজেহাল হয়েছে মানুষ। আকাশের মুখ ভার আছে কাল দুপুরের পর থেকেই। এদিকে বৃষ্টিও পিছু ছাড়ছে না পুজোয়। বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর দুটি ঘূর্ণাবর্ত দেখা গেছে। দেশের আবহাওয়া এবার দ্বিগুণ দুর্যোগের বার্তা দিচ্ছে। কী হতে চলেছে আগামী দু-তিন দিন?
পুজোর শেষে পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টিহীন ভাবেই বিসর্জন মিটে যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সেটা বেশ অল্প সময়ের জন্য। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। রবিবারের পর আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে আবার। লক্ষ্মীপুজোর আগে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। দশমীতে দুপুরের পর আকাশ একটু মেঘলা হবে। বিকেল বা সন্ধের দিকে কয়েক পশলা হালকা বৃষ্টি দেখা দিতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম হবেই।
বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার বিজয়াতেও। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আসছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us