ধেয়ে আসছে ‘উইফা’, এবার বঙ্গোপসাগরে দেখাবে দাপট

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 kolkata cloud.jpg

File Picture

নিজস্বসংবাদদাতা: সকাল থেকে শহরজুড়ে কড়া রোদ, ঘামঝরানো গরমতাতে ভাবা যাবে না আকাশ শান্ত! কারণ, ফের একবার নিম্নচাপের চোখরাঙানি! হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার আমূল পরিবর্তন দেখা যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চিন ও ভিয়েতনামে আছড়ে পড়া বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘উইফা’ (WIPHA)-র প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা থেকেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।

Cyclone

যা জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে - বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

শুক্রবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে - পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং বাঁকুড়া জেলায়। সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।