Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ULEKHbytQVVz0GT5tnzd.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সাগরের মাঝে ফুঁসছে সাইক্লোন তেজ। পুজোর মধ্যেই কি তাহলে করবে ল্যান্ডফল? সাইক্লোনিক সার্কুলেশনের চক্রব্যূহে আটকে যাচ্ছে নাকি গোটা ভারত? বাংলা নাকি গুজরাট, বিপদ বাড়ছে কার?
শনিবারের পর থেকে ঘূর্ণিঝড় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে র রবিবার তেজ আরো শক্তিশালী হয়ে উঠে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে তেজ। এতেই বাড়ছে চিন্তা। বাংলা নাকি গুজরাট কোথায় আছড়ে পড়বে তেজ? এখন যে গতিপথে ঘূর্ণিঝড়টা এগোচ্ছে, তাতে ওমান ও ইয়েমেনে তেজের আছড়ে পড়ার চান্স বেশি। এই দুই দেশের উপকূলে তেজের প্রভাব পড়তে পারে সবথেকে বেশি। তবে সুখবর এটাই যে বাংলার এই বিষয়ে চিন্তা করার কারণ নেই। এমনকি ভারতের ক্ষেত্রেও দুশ্চিন্তার বিষয় তৈরী করবে না সাইক্লোন তেজ। ভারতের দেওয়া নাম তেজ গুজরাটেও কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us