মিগজাউম নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন

ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। মঙ্গলবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে বয়ে যাবে।

ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ নামকরণ করেছে মায়ান্মার

এই ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ নামকরণ করেছে মায়ান্মার। এই শব্দের অর্থ শক্তি বা প্রতিরোধ।