ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জগদ্ধাত্রী পুজোয় ভিজবে রাজ্য

ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় পৌঁছতে পারে ১১০ কিলোমিটার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cyclonew1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব এবার পৌঁছচ্ছে বাংলাতেও। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ—দুই অংশের আকাশেই দেখা যাবে বড় বদল। মঙ্গলবার থেকেই আকাশ ঢেকে যাবে মেঘে, আর বুধবার থেকে শুরু হবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন রাজ্যজুড়েই থাকবে বৃষ্টির ছোঁয়া, সঙ্গে দমকা হাওয়া।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় পৌঁছতে পারে ১১০ কিলোমিটার। দক্ষিণ ভারতে প্রবল দুর্যোগের আশঙ্কা থাকলেও, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে মেঘলা আবহাওয়া। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বইতে পারে দমকা হাওয়া।

cyclonew2.jpg

বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে। হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম - এই ছয় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি ছড়াবে বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদে, যা চলবে শনিবার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও, শনিবার থেকে কমবে বৃষ্টিপাত। রবিবার আকাশ ফের হবে পরিষ্কার।

উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না এই বৃষ্টির ছোঁয়া থেকে। বুধবার থেকে দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে শুরু হবে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে তা ছড়াবে দার্জিলিং ও কালিম্পং-এর মতো পার্বত্য জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের মতোই উত্তরে বৃষ্টির সম্ভাবনা টানা শনিবার পর্যন্ত থাকবে।

রাজধানী কলকাতাতেও মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ দেখা যাবে, মাঝেমধ্যে মিলবে রোদের দেখা। বুধবার থেকে শনিবার পর্যন্ত শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ থেকে ৯৮ শতাংশ, ফলে আর্দ্রতা এবং অস্বস্তিও বাড়বে।

অতএব, জগদ্ধাত্রী পুজোর সময় রাজ্যজুড়ে ছাতা-রেইনকোট নিয়ে বেরোতেই হবে - কারণ বৃষ্টি এবার উৎসবের সঙ্গী হতে চলেছে।