/anm-bengali/media/media_files/hKHt9OkEP1fcLP34Qtvw.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, চৌরঙ্গি মোড়ে পথশিশুদের জীবনযাত্রা নিয়ে নিজের ৪০ বছর আগের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,''আমি যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ করতাম, তখন আমি চৌরঙ্গিতে ছিলাম। সেসময় আমি পথশিশুদের জীবন খুব কাছ থেকে দেখেছি।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/SITmcrlqDasmab3FHgCL.png)
এরপর তিনি বলেন,''সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে আমি সেই পুরনো জায়গাগুলিতে ঘুরতে গিয়েছিলাম। গাড়িতে করে যাওয়ার সময় এক শিশু পাঁচটি গোলাপ পাঁচ টাকায় বিক্রি করতে আসে। তখন গাড়িতে থাকা একজন বলেন, ‘ওগুলো কিনো না, পরে বলব কেন।’ পরে তিনি বলেন, এই ফুলগুলি কবরখানা থেকে, মৃতদেহের উপর থেকে এনে বিক্রি করা হয়।” গভর্নর বোসের এই অভিজ্ঞতা আসলে পথশিশুদের দুর্দশা এবং সমাজের অন্ধকার দিকটিই তুলে ধরেছে বলে অনেকেই মনে করছেন।
Kolkata, West Bengal: Governor C.V. Ananda Bose says, "I had the opportunity to witness the lives of street children myself when I was here forty years ago as a probationary officer at the State Bank of India. I was working in Chowringhee. After a long time, I happened to bring… pic.twitter.com/4hYwbBUFbe
— IANS (@ians_india) July 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us