BREAKING: মৃতদেহের উপর থেকে ফুল এনে বিক্রির চেষ্টা করেছিল পথশিশু ! কেন এই ঘটনা ঘটেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে ?

কি বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ?

author-image
Debjit Biswas
New Update
governor

নিজস্ব সংবাদদাতা : আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, চৌরঙ্গি মোড়ে পথশিশুদের জীবনযাত্রা নিয়ে নিজের ৪০ বছর আগের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,''আমি যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ করতাম, তখন আমি চৌরঙ্গিতে ছিলাম। সেসময় আমি পথশিশুদের জীবন খুব কাছ থেকে দেখেছি।"

CV Ananda Bose | lok sabha election 2024 | Kolkata | Kalighat | Maa Kaali | West Bengal

এরপর তিনি বলেন,''সম্প্রতি  আমার স্ত্রীকে নিয়ে আমি সেই পুরনো জায়গাগুলিতে ঘুরতে গিয়েছিলাম। গাড়িতে করে যাওয়ার সময় এক শিশু পাঁচটি গোলাপ পাঁচ টাকায় বিক্রি করতে আসে। তখন গাড়িতে থাকা একজন বলেন, ‘ওগুলো কিনো না, পরে বলব কেন।’ পরে তিনি বলেন, এই ফুলগুলি কবরখানা থেকে, মৃতদেহের উপর থেকে এনে বিক্রি করা হয়।” গভর্নর বোসের এই অভিজ্ঞতা আসলে পথশিশুদের দুর্দশা এবং সমাজের অন্ধকার দিকটিই তুলে ধরেছে বলে অনেকেই মনে করছেন।