Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : তলব করা হয়নি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। রবিবার বিকেলে রাজীবকে রাজভবনে তলব করার বিষয় নিয়ে দাবি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তিনি জানান, রাজীব সিনহা নিজেই তার সময় চেয়েছিলেন। রাজ্যপাল এও বলেন যে তিনি জানেন বর্তমানে ভোটের কাজে ব্যস্ত রাজীব। কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল। রাজীব যখন সময় পাবেন তখনই আসতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us