মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড প্রকাশকে লক্ষ্য করে সিপিআই(এম) নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ

"মানব উন্নয়ন সূচকে শিক্ষা-স্বাস্থ্য কমেছে, দুর্নীতি বেড়েছে"— অভিযোগ ভট্টাচার্যের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-03 10.43.33 PM

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করার পর সেই উদ্যোগকে একহাত নিলেন সিপিআই(এম) নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, "...কন্যাশ্রী প্রকল্পের সামাজিক প্রভাব কী? বাংলায় অপ্রাপ্তবয়স্কদের বিয়ে হচ্ছে, নাবালিকা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। এমন প্রকল্প চালু করলে তার ফল হচ্ছে আমাদের সন্তানরা পালিয়ে যাচ্ছে। কেমন প্রকল্প এটা? ... মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শিক্ষা সংকুচিত হয়েছে। মানব উন্নয়ন সূচকে ভাবলে দেখা যায় শিক্ষা ও স্বাস্থ্য দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কমেছে এবং দুর্নীতি বেড়েছে। এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের রেট কার্ড।"

Screenshot 2025-12-03 10.25.19 PM

তিনি আরও দাবি করেন, প্রকল্পের প্রচার থাকলেও বাস্তবে মানুষের সমস্যার সমাধান হয়নি বরং রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মান নিচে নেমেছে।