/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করল পুলিশ কমিশনার।
/anm-bengali/media/post_attachments/06d02ab6ddabafaa70b1b53873bf69ad63c2ddb94f09965574e647f455748b99.jpg?VersionId=iMxRRuJfxpE3JLxqure1DroXOWC6BjSv&size=690:388)
যেসব এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেসব এলাকা চিহ্নিত করতে হবে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। নির্দিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করতে হবে। যেখানে সম্ভব সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সরকারি হাসপাতাল, হোম, মহিলাদের হোস্টেলের নিরাপত্তা পর্যালোচনা করতে হবে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/RG-Kar-CP.jpg)
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে যে প্রয়োজনে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নিরাপত্তার সুনিশ্চিত করতে মহিলা চিকিৎসক, স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে আলোচনা করতে হবে। পুলিশের নিজেদের কর্মীদের ওপরেও নজর রাখতে হবে। আইন ভাঙলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশকে বার্তা পুলিশ সুপারের।
/anm-bengali/media/post_attachments/a7bfcabe6ca8d4788d8287842868dd115d4f2ed1ccb604bffb7b9d9b4a8e2447.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us