New Update
/anm-bengali/media/media_files/Mk4PNqXoQUi6Vtx7KrEr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ২০২১ সাল থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে ২ কোটি ছাড়িয়ে গেল। নবান্ন জানিয়েছে যে সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরে রাজ্যের আরো ৯ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছে। দু'বছর আগে অর্থাৎ সূচনাকালে এই প্রকল্পের অধীনে দেড় কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক অনুদান যেত।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us