নিজস্ব সংবাদদাতা: এসএসসি দুর্নীতির কারণে চাকরি হারানো হাজার হাজার প্রার্থীর উপর পুলিশের লাঠিচার্জ ও অপমানজনক আচরণের প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে ক্যাম্পাসে প্রবেশ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। শিক্ষক-শিক্ষিকাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
বুধবার চাকরিহারারা কসবায় ডিআই-এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। ডিআই দফতরে অনুপস্থিত থাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ‘হালকা বলপ্রয়োগ’-এর নামে বেধড়ক লাঠিচার্জ করে, এমনকি লাথিও মারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের উপর পুলিশ অসংবেদনশীল ও আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করছে।
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কালো ব্যাজ পরে ক্যাম্পাসে ঢোকেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। তাঁদের মতে, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের উপর এই ধরনের পুলিশি নির্যাতন নিন্দনীয় ও অগণতান্ত্রিক। এদিন সেই জন্যেই প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।