এবার চাকরিহারাদের পাশে কলেজের অধ্যক্ষরা, রবীন্দ্রভারতীতে চলছে প্রতিবাদ

ডিআই দফতরে অনুপস্থিত থাকায় উত্তেজনা ছড়ায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ssc

File Picture

নিজস্ব সংবাদদাতা: এসএসসি দুর্নীতির কারণে চাকরি হারানো হাজার হাজার প্রার্থীর উপর পুলিশের লাঠিচার্জ ও অপমানজনক আচরণের প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে ক্যাম্পাসে প্রবেশ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। শিক্ষক-শিক্ষিকাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

বুধবার চাকরিহারারা কসবায় ডিআই-এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। ডিআই দফতরে অনুপস্থিত থাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ‘হালকা বলপ্রয়োগ’-এর নামে বেধড়ক লাঠিচার্জ করে, এমনকি লাথিও মারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের উপর পুলিশ অসংবেদনশীল ও আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করছে।

Ssc

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কালো ব্যাজ পরে ক্যাম্পাসে ঢোকেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। তাঁদের মতে, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের উপর এই ধরনের পুলিশি নির্যাতন নিন্দনীয় ও অগণতান্ত্রিক। এদিন সেই জন্যেই প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।