New Update
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ রাজভবনে ফের আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি'।
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, 'কোর্ট যা ভালো বুঝেছে করেছে। কোর্ট বলেছে পরিষেবা যারা দেন তারা কাজে যোগ দিন। আমিও আমার তরফ থেকে এই আবেদন করেছি। আমাদের হাতে কেস নেই সব এখন সিবিয়াইয়ের হাতে'।
/anm-bengali/media/media_files/zHZzYZNrU92dqS3SP6Qm.jpg)
কাল আর জি করে পুলিশের উপর হামলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিশের অনেকেই মার খেয়েছেন। আহত পুলিশ কর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। শান্তির জন্য তারা কাউকে আঘাত করেনি, সাধুবাদ জানাই'।
/anm-bengali/media/post_attachments/f924f4bc68d694dba3cda7a8176aa0099ec4d574bdb41f0f9552bba2fde80cce.jpg?im=FitAndFill=(1200,675))
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us