BREAKING: 'আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি'! আর কী বললেন মমতা?

আর জি কর নিয়ে বড় দাবি মমতার।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata sadq1.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ রাজভবনে ফের আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি'।

mamata sadq2.jpg

এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, 'কোর্ট যা ভালো বুঝেছে করেছে। কোর্ট বলেছে পরিষেবা যারা দেন তারা কাজে যোগ দিন। আমিও আমার তরফ থেকে এই আবেদন করেছি। আমাদের হাতে কেস নেই সব এখন সিবিয়াইয়ের হাতে'। 

3r

কাল আর জি করে পুলিশের উপর হামলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিশের অনেকেই মার খেয়েছেন। আহত পুলিশ কর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। শান্তির জন্য তারা কাউকে আঘাত করেনি, সাধুবাদ জানাই'। 

Kolkata rape & murder: Mob violence at RG Kar Hospital, BJP says sponsored  by Mamata Banerjee's party – Firstpost