নিজস্ব সংবাদদাতা: '৩৪ বছরের বাম জমানা দেখেছি। আমরা তাই ল্যান্ড ব্যাঙ্ক তৈরী করেছি। ৩৪ বছরের বাম জমানার লিগ্যাসি এখনও বইতে হচ্ছে। বাংলার প্রশাসনই যায় মানুষের কাছে', নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনসন সেন্টারে বাণিজ্য সম্মেলনে এই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।