সিপিএমের ভোট বিজেপিতে, বিজেপির ভোট সিপিএমে! ফাঁস করলেন মমতা

সিপিএম আর বিজেপিকে একসঙ্গে আক্রমণ মমতার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব সংবাদদাতা: বারুইপুরে প্রচার করতে গিয়ে সভা থেকে একসঙ্গে বিজেপি এবং সিপিএমকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

fdtgyui

তৃণমূল সুপ্রিমো বলেন, 'দমদম কেন্দ্রে বিজেপি ও সিপিএমের যোগসাজশ হয়েছে। সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে আপনার ভোটটা কাটবেন না। বিধানসভায় সিপিএমের ভোট বিজেপিতে যাবে। লোকসভায় বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে'।

mamatacmfk1.jpg

Add 1