/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ডিভিসি। বন্যা নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী। দিলেন বিশেষ সতর্কবার্তা। মুখ্যমন্ত্রী বলেন, "না জানিয়ে ইচ্ছা মত জল ছাড়ছে ডিভিসি। রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না ডিভিসি। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেও কাজ হয়নি। ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। অতি বৃষ্টির ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলায় জেলায় পর্যাপ্ত ওষুধ পাঠাবে স্বাস্থ্য দফতর। প্লাবিত এলাকায় ত্রাণ, ওষুধ, ত্রিপল পাঠানো হবে। বর্ষার বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরান। বিদ্যুৎ দফতরকে সতর্ক থাকতে হবে। ডিএম, এসপিদের সতর্ক থাকতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান হলে বহু মানুষ উপকৃত হবেন। দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের চেষ্টা করা হচ্ছে"। প্লাবিত এলাকার নজরদারিতে বিশেষ টিম তৈরি মুখ্যমন্ত্রীর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us