'আমার বাবা ছিলেন'...পুজোর উদ্বোধনে নস্ট্যালজিক মমতা!

পুজোর উদ্বোধন করতে গিয়ে এবার আবেগে ভেসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি গিয়েছিলেন নিজের পাড়ার পুজোর ক্লাবে। উঠে এল বাবার কথাও।

author-image
Anusmita Bhattacharya
New Update
durgamam1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুজো উদ্বোধনে লেগে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে বসে একগুচ্ছ পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কলকাতর ১৭টি পুজোর উদ্বোধন করে ফেললেন তিনি। এর মধ্যে ছিল কালীঘাট মিলন সংঘ। সেটা আবার মুখ্যমন্ত্রীর পাড়ার ক্লাব। সেই পুজোর উদ্বোধন করতে গিয়েই আবেগঘন হয়ে পড়লেন তিনি। দাদা-কে দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দাদার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে কদিন আগে। তোকে কে যেতে ওখানে পারমিশন দিল। আমারা বাবা ছিলেন একটা সময় এই ক্লাবটার প্রেসিডেন্ট। স্বাধীনতার আগের পুজো এটা। কর্পোরেশনের নথি থেকে এটা জেনেছি।” মুখ্যমন্ত্রীর সংযোজন, ”ঠাকুরটা দারুণ হয়েছে। মোমের তৈরি৷ আগুন নেভানোর ব্যবস্থা আছে তো। কাঁথা স্টিচের শাড়িগুলো কাদের দেবেন?” উপস্থিত সবাইকে দেখে বললেন, ”এই পাড়ার সবাইকে আমি চিনি'। মুখ্যমন্ত্রীর দাদা বলেন, 'তোর অনুপ্রেরণায় আরও যাতে সবার ভাল করতে পারি, এটাই মায়ের কাছে বলি'। মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, 'দাদা-কে বেশি চাপ দিও না, আপনারা সবাই দায়িত্ব নিন। খেলাধুলা আরও ভাল করে হোক ক্লাবে'।

hire