সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার
শহর ও শহরতলির সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। পঞ্চমীর বিকেলে সাংবাদিক বৈঠক করে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
শহর ও শহরতলির সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। পঞ্চমীর বিকেলে সাংবাদিক বৈঠক করে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্বে আসার পর থেকেই দুর্গাপুজোকে আরও ব্যাপক আকারে নিয়ে গিয়েছেন। ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার এই ‘শারদ সম্মান’-এর আয়োজন করে আসছে। এবার কোন পুজোগুলি পেল ‘সেরার সেরা’-র স্বীকৃতি?
তালিকায় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বাবুবাগান, নাকতলা উদয়ন সংঘ, যোধপুর পার্ক ৯৫ পল্লি, দমদম পার্ক তরুণ দল, আহিরিটোলা, বড়িশা ক্লাব, বালিগঞ্জ কালচারাল, হাতিবাগান, মুদিয়ালী, কাশী বোস লেন, কলেজ স্কোয়ার-সহ শহর ও শহরতলির আরও অনেকগুলি পুজো।