অস্থায়ী কর্মী নিষিদ্ধ কেন? মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর ধিক্কারময় চিঠি

মুখ্যমন্ত্রী ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে প্রশ্ন তুললেন কেন হঠাৎ ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ সফটওয়ার ডেভেলপার নিয়োগ করতে চাইছে CEO অফিস।

author-image
Tamalika Chakraborty
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: মুখ্য নির্বাচন কমিশনারকে ফের জরুরি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের ব্যবহার করা যাবে না বলে রাজ্যের CEO যে নির্দেশ দিয়েছেন, তা প্রশাসনের চলমান প্রক্রিয়াকে অকারণে বিঘ্নিত করছে। এমনকি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ করানো যাবে না বলে যে নতুন নির্দেশ এসেছে, সেটিকেও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই ডেটা এন্ট্রির কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। এই অবস্থায় হঠাৎ করে নতুন করে ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়ার ডেভেলপার নিয়োগের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার কোনও যৌক্তিকতা নেই। তাঁর দাবি—নতুন নিয়োগের সিদ্ধান্ত ঠিক ভোটের আগে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোকে অকারণে চাপে ফেলছে।

mamata

চিঠিতে তিনি সরাসরি জানতে চেয়েছেন, যখন ইতিমধ্যেই জেলার কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন, তখন অতিরিক্ত কর্মী নিয়োগের প্রয়োজন কেন তৈরি হলো? এই সিদ্ধান্ত কি কোনও বিশেষ কারণে নেওয়া হয়েছে, নাকি নির্বাচন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ?

ভোটের আগে নির্বাচন কমিশন ও রাজ্যের এই টানাপোড়েন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। চিঠিকে ঘিরে শাসক–বিরোধী আলোচনায় তীব্রতা বাড়ছে।