সরকার তো উল্টে গেছে, কাল থেকে ভয়ে থরথর করে কাঁপছে বিজেপিঃ মমতা

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) হিংসায় আহত দলীয় কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে দেখা করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।

author-image
SWETA MITRA
New Update
mamata bjp india.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার কলকাতার রাজপথে নেমেছে বিজেপি। এদিন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক মিছিল বেরোয় কলকাতায়। এদিকে এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে বলেন, ‘কুৎসা আর হিংসা ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। বিজেপির একটাই কাজ, বিভেদ ছড়াও, মানুষে মানুষে ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও। মানুষ আগামী দিনে এসবের বদলা নেবে। মানুষ বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-কেই ভরসা করবে। বালতি ওল্টানোর ক্ষমতা নেই এদিকে আবার সরকার ফেলবে বলছে বিজেপি। খেয়ে দেয়ে কাজ নেই। বিজেপির সরকার তো উল্টে গেছে। কাল থেকে তো ভয়ে থরথর করে কাঁপছে।‘