BREAKING : অবশেষে নিমকাঠ চুরি বিতর্কে মুখ খুললেন মমতা ব্যানার্জি ! জানালেন আসল সত্যি

কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ?

author-image
Debjit Biswas
New Update
fgjm

নিজস্ব সংবাদদাতা : এবার জগন্নাথ দেবের মন্দির নির্মাণ নিয়ে হয়ে চলা নানান বিতর্কের বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন,''ওরা মন্দির নিয়ে এত ব্যতিব্যস্ত কেন ? আমাকে চোর বলছে, বলছে আমি নাকি নিমকাঠ চুরি করেছি। দিঘার জগন্নাথ মন্দিরে যে প্রতিমা রয়েছে, তা আসলে মার্বেলের তৈরি।''

Mamata

এরপর তিনি বলেন,''এমনকি ওরা দৈতপতি পুরোহিতকেও জিজ্ঞেস করেছে যে মূর্তি নির্মাণের কাঠ কোথা থেকে এসেছে। আবার একটি নির্দেশিকাও জারি করেছে যাতে মানুষ মন্দিরে না যায়।"