নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে।
তিনি বলেন,''বিজেপি এই SIR প্রক্রিয়ার মাধ্যমে মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বসবাসকারী বৈধ নাগরিকদের হয়রানি করছে।'' গতকাল (২৫ নভেম্বর) বনগাঁয় অনুষ্ঠিত এক জনসভায় তিনি সরাসরি এই প্রক্রিয়াকে নাগরিকপঞ্জি বা এনআরসি-র (NRC) চক্রান্ত বলে অভিহিত করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
এরপর তিনি আরও বলেন,''স্বাধীনতার এত বছর পরেও কেন মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ? যাঁদের সব নথি আছে, যাঁরা কয়েক প্রজন্ম ধরে এই মাটিতে বাস করছেন, কেন তাঁদের আজ আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ?"
স্বাধীনতার এত বছর পরেও কেন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ? SIR প্রক্রিয়া নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
কি বললেন মুখ্যমন্ত্রী ?
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে।
তিনি বলেন,''বিজেপি এই SIR প্রক্রিয়ার মাধ্যমে মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বসবাসকারী বৈধ নাগরিকদের হয়রানি করছে।'' গতকাল (২৫ নভেম্বর) বনগাঁয় অনুষ্ঠিত এক জনসভায় তিনি সরাসরি এই প্রক্রিয়াকে নাগরিকপঞ্জি বা এনআরসি-র (NRC) চক্রান্ত বলে অভিহিত করেন।
এরপর তিনি আরও বলেন,''স্বাধীনতার এত বছর পরেও কেন মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ? যাঁদের সব নথি আছে, যাঁরা কয়েক প্রজন্ম ধরে এই মাটিতে বাস করছেন, কেন তাঁদের আজ আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ?"