নিজস্ব সংবাদদাতা: এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় কার্যকর না করার ইঙ্গিতময় মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটলেন এক দিল্লির আইনজীবী।
সিদ্ধার্থ দত্ত নামের ওই আইনজীবী মুখ্যমন্ত্রীকে পাঠানো আইনি নোটিশে স্পষ্ট জানান, দেশের সর্বোচ্চ আদালতের রায় মানা নাগরিকদের সাংবিধানিক দায়িত্ব। অথচ মুখ্যমন্ত্রী তা কার্যকর করবেন না বলে মন্তব্য করেছেন, যা আদালত অবমাননার শামিল। তিনি মুখ্যমন্ত্রীকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন, নচেত তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
/anm-bengali/media/media_files/2025/04/10/xjGDbrtgu7OnXiHiT2YQ.jpeg)
সুপ্রিম কোর্টের রায়ে প্রভাবিত হয়ে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্গে গত সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমরা প্রথমে পরিষ্কার করে তদন্ত করব। দুই মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করব। কেউ চাকরি হারাবেন না”।
আর এখানেই আদালতের অবমাননা ধরা হচ্ছে বলে জানিয়েছেন মামলাকারী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও সুপ্রিম নির্দেশকে এই ভাবে অবমাননা করেছেন। তবে এই মামলার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।