New Update
/anm-bengali/media/media_files/1000069632.jpg)
নিজস্ব সংবাদদাতা: তিন দিনের উত্তরবঙ্গ সফরে কলকাতা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে দিলেন বড় বার্তা।
মুখ্যমন্ত্রী বলেন, "চাকরিহারাদের উস্কানি দিচ্ছেন কয়েকজন। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। কাউকে জোর করে আটকে রাখা যায় না। রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল। আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করার একটা লক্ষণরেখা আছে। আদালতের নির্দেশ মানতে বাধ্য সরকার। দরকারে আইনি লড়াই করুন'।
/anm-bengali/media/post_attachments/web2images/1884/2025/05/17/whatsapp-image-2025-05-17-at-63343-pm_1747490074-797985.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us