/anm-bengali/media/media_files/GpJNmWagBE6Zq84hJBoj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ২৪ ঘন্টা। ৭ দিন। জরুরীকালীন কাজের আওতায় যে যে কাজ গুলি পরে বা যে পেশা গুলি পরে তার মধ্যে রয়েছেন পুলিশ কর্মীরা। সামনেই দুর্গা পুজো। যখন শহরে বয়ে যাবে জনস্রোত তখন নিজেদের পরিবার পরিজনদের উপেক্ষা করে রাস্তায় সমাজ তথা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন পুলিশ কর্মীরা। যান ও ভিড় নিয়ন্ত্রণ পুজোর সময় বড় চ্যালেঞ্জ। প্রতি বছরই উৎসব-পার্বণ সহ বিশেষ দিনগুলিতে নিজেদের ব্যক্তিগত জীবনকে সরিয়ে রেখে নিজ কর্তব্যে অনড় থাকেন পুলিশ কর্মীরা। সমাজের সুরক্ষায় ব্রতী তারা। ১ সেপ্টেম্বর পুলিশ দিবসে পুলিশ কর্মীদের সঙ্গে তাদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায়ে তিনি লিখেছেন,''পুলিশ দিবসে, আমি প্রতিটি পুলিশ সদস্যকে তাদের অক্লান্ত সেবার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি প্রতিদিনের ত্যাগ স্বীকারের জন্য আমি আপনার এবং আপনার পরিবারের সকলের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।'/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
On Police Day, I extend my heartfelt salute to each and every Police personnel for their tireless service. I am deeply grateful to all of you and your families for the daily sacrifices you make to ensure our safety.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us