নিজস্ব সংবাদদাতা: মহালয়ার আগের দিন শ্রীভূমিতে পুজোর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি উল্লেখ করেন। তিনি এদিনও রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আগামী কাল ভরা কোটাল। যার জেরে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
প্রসঙ্গত, চলতি বছর ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া যায়। ঘাটাল, খানাকুল সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। যার জেরে একাধিক প্রশ্নের মুখে পড়েন রাজ্যের শাসক দল। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে ও ডিভিসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে। যার জেরে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ডিভিসির তরফে অভিযোগ খারিজ করে জানানো হয়, জানিয়েই জল ছাড়া হয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দেয়। তিস্তার জলস্তর ক্রমশ বাড়তে থাকে। যার জেরে নতুন করে বন্যা দেখা দেয়। জানা গিয়েছে, মহালয়ার আগের দুই দিন আবহাওয়ার পরিবর্তন হলেও মহালয়া থেকে পুজোর প্রতিটি দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। যার জেরে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।