/anm-bengali/media/media_files/6H4CZgXXm3phPuYy2IsV.webp)
নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকেল পাঁচটা থেকে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক কার্যত ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, যে বিষয়টি আদালতের অধীনে। সেই বিষয়টি নিয়ে কীভাবে লাইভ স্ট্রিমিং করা সম্ভব। তিনি বলেন, জুনিয়র চিকিৎসকরা নবান্নের সামনে এসেও বৈঠকের সভাগৃহে ঢুকলেন না। আমি ওদের থেকে অনেক বড়। তাই আমি ওদের ক্ষমা করে দিলাম।"
/anm-bengali/media/media_files/J68eT9gl63BQLNqof9qP.jpeg)
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। সেই সংখ্যা প্রায় সাত লক্ষ। বহু জরুরি ভিত্তিতে করা প্রয়োজন অপারেশন বন্ধ রয়েছে। সেই সংখ্যা প্রায় দেড় হাজার। এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় আরজি করে ২৭ জনের মৃত্যু হয়েছে। বিক্রম নামের এক যুবক আরজি করে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। তাঁর মায়ের কান্নাও মুখ্যমন্ত্রী বলেন তাঁর কাছে দামি। পাশাপাশি তিনি বলেন, জুনিয়র চিকিৎসকদের আমি বলবো কাজে ফিরে আসতে। সুপ্রিম কোর্টও কাজে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us