সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা ভারতে উদযাপিত অন্যান্য ধর্মীয় উৎসবগুলির মধ্যে সবচেয়ে বিশিষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। এই রথযাত্রা শুধু ভারতেই নয়, বিদেশেও এমন জায়গায় আয়োজন করা হয় যেখানে ভারতীয়দের বসবাস রয়েছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
mamata rath.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার গোটা দেশজুড়ে রথযাত্রা (Rathyatra 2023) পালন করা হচ্ছে। আর আজকের এই বিশেষ দিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবছরআষাঢ়মাসেরশুক্লপক্ষেরদ্বিতীয়দিনেজগন্নাথদেবেররথযাত্রাবেরকরাহয়।এইযাত্রায়ভগবানজগন্নাথতাঁরবড়ভাইবলরামএবংবোনসুভদ্রাকেনিয়েরথযাত্রারমাধ্যমেপুরীরগুন্ডিচামন্দিরেতাঁরমাসিরবাড়িতেযান।