BREAKING: গণধর্ষণ কাণ্ডের পর ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের! চাঞ্চল্যকর তথ্য

আইনের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। উঠে আসছে একের পর এক বড় তথ্য। নানা রাজনৈতিক দলও বিচার চেয়ে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে রাস্তায়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: পুলিশের স্ক্যানারে কসবা গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত মনোজিৎ, প্রমিত এবং জেবের কল রেকর্ডস। গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিৎ মিশ্র? ঘটনার পর থেকে কাদের কাদের ফোন করেন মূল অভিযুক্ত মনোজিৎ? নম্বর চিহ্নিত করে তাদের পরিচয় জানতে মরিয়া পুলিশ। তদন্তের প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানা গেছে যে ২৫ জুন ঘটে কাণ্ড। ২৬ জুন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা মনোজিতের। মনোজিতের সিডিআর থেকে এমনই তথ্য পাওয়া গেছে।

rape  w