লোক ভবন হলে কি রাজ্যপাল এখন লোকপাল হবেন ? রাজভবনের নাম বদল নিয়ে রাজ্যপালের ক্ষমতা চ্যালেঞ্জ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

কি চ্যালেঞ্জ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
chndrima .jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন করে 'লোক ভবন' করার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাঁর এই পদক্ষেপকে তীব্র ব্যঙ্গ করেছেন।

ananda

তিনি বলেন,''আমার জানা নেই, নাম পরিবর্তন করার ক্ষমতা তাঁর আছে কি না। এখন এটা 'লোক ভবন', তাই প্রতিটি 'লোক'-কেই সেখানে যেতে হবে। এটা সবার জন্য উন্মুক্ত। আমার জানা নেই, রাজ্যপাল কি তাঁর নিজের নামও পরিবর্তন করছেন ? তিনি 'রাজ্যপাল', তাই এটি 'রাজ ভবন'। তাহলে কি এটি 'লোক ভবন' হওয়ার কারণে তিনি এখন 'লোকপাল' হবেন ?