অবশেষে দায় স্বীকার করল CESC, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের ক্ষতিপূরণ দেবে জানালো এবার

৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল সংস্থা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water logging

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ক্ষতিপূরণের পথে হাঁটল সিইএসসি। মঙ্গলবারের মেঘভাঙা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতা ও শহরতলিতে ১০ জনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল সংস্থা।

সিইএসসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) অভিজিৎ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর বার্তার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে”।

উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে শহরের একাধিক রাস্তা কোমর অবধি জলে ডুবে যায়। সেই সময় বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারান কলকাতার ৮ জন এবং শহরতলির বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরের দুই যুবক। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইএসসি-র উপর দায় চাপিয়ে তাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার নির্দেশ দেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও একজন সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি।

water logging   aa

তবে ঠিক ৪৮ ঘণ্টা আগেও সিইএসসি দায় স্বীকারে অনিচ্ছুক ছিল। অভিজিৎ ঘোষই জানিয়েছিলেন, মৃতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাঁদের নিজেদের বাড়ির বিদ্যুৎ সমস্যার কারণে, দু’জনের মৃত্যু বিদ্যুৎ খুঁটি সংক্রান্ত ঘটনায়, আর একজন মারা গিয়েছেন ট্রাফিক কিয়স্কে। খোলা তার থেকে বিপদের অভিযোগও তারা মানেনি।

কিন্তু চাপ বাড়তেই শেষমেশ সুর নরম করল সংস্থা। ক্ষতিপূরণের ঘোষণা করলেও, দায় স্বীকারের প্রসঙ্গে এখনো সিইএসসি-র অবস্থান স্পষ্ট নয়।