/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের আবহে প্রাণহানির আশঙ্কায় গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। এদিকে তাঁর আবেদনে সাড়া দিল হাইকোর্ট। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ভাঙরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় ব্যাপক সহিংসতার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৬ জুন ভাঙরের বিধায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সহায়তা চেয়েছিলেন। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দফতরে পাঠানো হয়, যিনি নিরাপত্তা বণ্টন সম্পর্কিত বিষয়টি রক্ষণাবেক্ষণ করেন।
Calcutta High Court orders central forces security to ISF's lone MLA Naushad Siddiqui over his petition seeking security while alleging a life threat to him after the violence in Bhangar.
— ANI (@ANI) June 20, 2023
(File photo) pic.twitter.com/zT1MM9YFGD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us