এবার নওশাদ সিদ্দিকির নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙর। এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি।

author-image
SWETA MITRA
New Update
Breaking News


নিজস্ব সংবাদদাতাঃ এবার ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের আবহে প্রাণহানির আশঙ্কায় গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। এদিকে তাঁর আবেদনে সাড়া দিল হাইকোর্ট। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ভাঙরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় ব্যাপক সহিংসতার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৬ জুন ভাঙরের বিধায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সহায়তা চেয়েছিলেন। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দফতরে পাঠানো হয়, যিনি নিরাপত্তা বণ্টন সম্পর্কিত বিষয়টি রক্ষণাবেক্ষণ করেন।