নিজস্ব সংবাদদাতা: কসবায় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেটা দেখলে রীতিমতো চমকে উঠতে হবে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মোটরবাইক থেকে নেমে এক যুবক কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছে। কিন্তু বন্দুক লক হওয়ার কারণে সেটা চলে না। তারপরেই যুবক বাইককে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাইকে ঠিকভাবে বসতে পারেনি। তখন আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। অন্য যে যুবক ছিল, সে বাইকে পালিয়ে যায়। পুলিশের হেফাজতে এক দুষ্কৃতী।
এই প্রসঙ্গে কাউন্সিলর বলেন, “জনপ্রতিনিধি হয়ে যদি এভাবে আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমি হতাশ। এই রাজনীতি আমার কসবা এলাকায় ছিল না।” ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে সুশান্তের বিরোধের কথা প্রায়ই সামনে আসে। এদিন সুশান্ত বলেন, “লিপিকা মান্না এই ঘটনায় জড়িত কি না, আমি বলতে চাই না। তবে কসবায় যে দুর্বৃত্তায়ন হচ্ছে সেটা তো পরিষ্কার।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us