নিজস্ব সংবাদদাতা: মহালয়ার দুপুরে নির্যাতিতার বাড়ি গেলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিকেরা নির্যাতিতার বাড়ি যান। সেই সময় নির্যাতিতার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তায় ছিলেন। ঘণ্টা দেড়েক ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। তারপর নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, সিবিআইকে নির্যাতিতার বাবা একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে নিজের অভিযোগ বিস্তারিতভাবে লেখা ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই চিঠি পড়ে কার্যত শিহরিত হয়। পাশাপাশি তিনি সিবিআইকে এই চিঠি গুরুত্ব দিয়ে দেখতে বলেন। এই চিঠিতে অনেক লিড রয়েছে বলেও প্রধান বিচারপতি জানান। সিবিআই সূত্রের খবর, গোয়েন্দারা কিছু তথ্য প্রমাম পেয়েছেন। নির্যাতিতার বাবার বয়ানের সঙ্গে সেই প্রমাণ মিলিয়ে দেখার চেষ্টা করছেন। , মঙ্গলবারই নির্যাতিতার বাবা মন্তব্য করেন, যেভাবে সকলে এই আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন, তাঁরা বিচার পাবেন বলেই আশাবাদী। আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেদিন সিবিআই-এর তরফে আদালতে কী পেশ করা হয়, সেটার দেখার।