New Update
/anm-bengali/media/media_files/wUpk6z3sXjd3xzQkk7Md.jpg)
নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচারে (Coal Scam) জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কোল্ড ফিল্ডের (ইসিএল) প্রাক্তন আধিকারিক সুনীলকুমার ঝা এবং শিল্প নিরাপত্তা বাহিনীর (CISF) আধিকারিক আনন্দকুমার সিংহকে বৃহস্পতিবার গ্রেফতার করে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি করেন যে ভাউচারের মাধ্যমে কয়লা পাচারকারীদের (Smugglers) থেকে টাকা নিতেন সুনীল এবং আনন্দ। সেটা হতো বিভিন্ন সঙ্কেতের মাধ্যমে। দুই ধৃতের আইনজীবী আবার দাবি করেন যে আর্থিক লেনদেনের যে ভাউচার সিবিআই পেয়েছে, তার কয়েকটি ২০০৯ সালের ভাউচার (Voucher)। গোয়েন্দা সংস্থা সেগুলিকে নাকি ২০১৯ সালের বলে চালাতে চাইছে। সিবিআইয়ের আইনজীবী আবার পাল্টা বলেন যে বিভিন্ন সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করতো তারা। ২০১৯ সালটিকে ২০০৯ সাল লেখা একপ্রকার সাঙ্কেতিক চিহ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us