প্রেসিডেন্সি জেল সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-র!

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করল সিবিআই।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ন্নব

File Photo

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করল সিবিআই। সূত্রে খবর, ইতিমধ্যে হাজিরা দিয়েছেন সুপার দেবাশিস চক্রবর্তী। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, সিবিআই সুপারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। যেমন কুন্তল চিঠিতে যে অভিযোগ করেছেন, তা আগে তিনি তাঁদেরকে জানিয়েছেন কিনা। চিঠি লেখার আগে তিনি কী বলে সুপারের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কিংবা সেই চিঠি কার হাত দিয়ে তিনি পাঠিয়েছিলেন, এরকম একাধিক বিষয়ে তদন্তকারীরা সুপারের কাছ থেকে জানতে চান বলে মনে করা হচ্ছে।

কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে চলে যায়।

আদালতে এই মামলা চলাকালীন ইডি-র আইনজীবী বিচারপতিকে জানান, শহীদ মিনারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠির বক্তব্য একই। তিনি কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনান বিচারপতিকে।