চার তলার সেমিনার হলে CBI! গঠন করা হল SIT

আর জি কর কাণ্ডে তদন্তের জন্য SIT গঠন করল সিবিআই।

author-image
Tamalika Chakraborty
New Update
dew


নিজস্ব সংবাদদাতা: ধৃত সঞ্জয় হস কেস ডায়েরি ও নথি সিবিআইকে হস্তান্তর করল পুলিশ। আরজি কর কাণ্ডে ঘটনার তদন্তে সিট গঠন করল সিবিআই। ইতিমধ্যে দিল্লি থেকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ ফরেন্সিক দল। আরজি করের চারতলার সেমিনার হলে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। দলে দলে ভাগ হয়ে সিবিআই তদন্ত শুরু করেছে।  

cbi.jpg

rg kar

 tamacha4.jpeg