/anm-bengali/media/media_files/IkPc4azjWJCSFu5MB9Z3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আজ সারা দেশ বিচারের দাবীতে সরব হয়েছে। আজ আরজি কর ঘটনার ২১ দিন অতিক্রান্ত। এখনও পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। সেই রহস্যের কিনারার চেষ্টায় সিবিআই তদন্ত চালাচ্ছে।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
এই ঘটনার মধ্যেই এর প্রতিবাদে নবান্নে অভিযান চালানো হয় যুবছাত্র সমাজের। সেই অভিযানের ওপরে বাধা সৃৃষ্টি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তারা অভিযান থামাতে ছাত্রদের ওপরে লাঠিচার্জ এবং জলকামান ছড়ানো হয়। এই ঘটনায় সারা সোশ্যাল মিডিয়া জুড়ে পুলিশকে কটাক্ষ করে নানা পোস্ট করা হয়েছে।
এবার সেই পোস্টেরই জবাব দিতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। সেরকমই কিছু পোস্টকে ' এক্স ' বার্তায় পোস্ট করেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, '' সিঙ্গুর খ্যাত সুপ্রতীম সরকার, পুলিশ অফিসারদের তাদের অনিচ্ছাসত্ত্বেও, তাদের দিয়ে জোর পূর্বক এই পোস্ট করাচ্ছেন, আবার ৪৮ ঘন্টা স্যোশাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদান ও দিচ্ছেন। কার্বাইট দিয়ে জোর পূর্বক সবকিছু পাকানো যায়। কিন্তু আর.জি.কর ভোলা যাবে না। #JusticeforRGKar
/anm-bengali/media/media_files/lDrDpJKe12wmGnFZcK1B.jpg)
সিঙ্গুর খ্যাত সুপ্রতীম সরকার,
— Suvendu Adhikari (@SuvenduWB) August 30, 2024
পুলিশ অফিসারদের তাদের অনিচ্ছাসত্ত্বেও, তাদের দিয়ে জোর পূর্বক এই পোস্ট করাচ্ছেন, আবার ৪৮ ঘন্টা স্যোশাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদান ও দিচ্ছেন।
কার্বাইট দিয়ে জোর পূর্বক সবকিছু পাকানো যায়। কিন্তু আর.জি.কর ভোলা যাবে না। #JusticeforRGKarpic.twitter.com/z3rfI8jh7H
এই পোস্টে বিরোধী দলনেতা জানিয়েছেন যে, অনিচ্ছাসত্ত্বেও পুলিশ অফিসারদের দিয়ে জোর পূর্বক এই পোস্ট করানো হয়েছে এবং ৪৮ ঘন্টা স্যোশাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদানও দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/5745f42a-806.png)