লাগামছাড়া বেতন বৃদ্ধি বেসরকারি স্কুলে ! কেন উদাসীন রাজ্য ? প্রশ্ন বিচারপতি বসুর

তিনি বলেন এই বিষয়ে শিক্ষামন্ত্রী কেন উদাসীন তা তিনি বুঝে উঠতে পারছেন না। শিক্ষামন্ত্রী চাইলেই বিল এনে এই বিষয়টির ওপর নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেন, এমনটাই অভিমত বিচারপতি বিশ্বজিৎ বসুর।

author-image
Debjit Biswas
New Update
calcutta highcourty1.jpg

নিজস্ব সংবাদদাতা : লাগামছাড়া ভাবে ফিস বৃদ্ধি করে চলেছে রাজ্যের বেসরকারি স্কুলগুলি। অথচ এই বিষয়টি নিয়ে কেন উদাসীন রাজ্য সরকার ? এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে আলোচনায় এই প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার পর্যবেক্ষণ যে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে না বলে, বেসরকারি স্কুলে রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন এই বিষয়ে শিক্ষামন্ত্রী কেন উদাসীন তা তিনি বুঝে উঠতে পারছেন না। শিক্ষামন্ত্রী চাইলেই বিল এনে এই বিষয়টির ওপর নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেন, এমনটাই অভিমত বিচারপতি বিশ্বজিৎ বসুর।