নিজস্ব সংবাদদাতা: নয়া তিন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারপতি হিসেবে আসছেন আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং আইনজীবী ওম নারায়ণ রাই ৷ তাঁদের আগামী দু’বছরের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সন্মতি দিয়েছেন । উল্লেখ্য, সুপ্রিমকোর্ট কলেজিয়াম মোট পাঁচ জনের নাম পাঠালেও কেন্দ্রীয় সরকার তিনজনের নামে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য । কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত এই তিন নতুন বিচারপতিকে ।
/anm-bengali/media/media_files/2025/01/20/7oxZByID3en6gTGE882D.jpg)