নিজস্ব সংবাদদাতা: প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কারা নিয়োগ পেয়েছেন—এই প্রশ্নের উত্তর এবার লিখিত ভাবে চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালতে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট কমিশনকে সমস্ত নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দিতে হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কীভাবে নিয়োগ করা হল, সেই বিষয় নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। কোন নিয়মে, কাদের নাম থেকে বাছাই করে চাকরি দেওয়া হয়েছে, তার নির্ভুল তথ্য আদালতের সামনে তুলে ধরতেই এই নির্দেশ। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং কোনওরকম অস্পষ্ট বা অসম্পূর্ণ তথ্য গ্রহণযোগ্য হবে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/11/1000185253-824280.webp)
এই নির্দেশ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা ও নিয়োগ সংক্রান্ত মামলাগুলিকে ঘিরে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, মেয়াদ শেষ হওয়ার পরেও কিছু প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। আদালতের নির্দেশে এবার সেই সমস্ত নিয়োগের পর্দাফাঁস হতে চলেছে বলেই মনে করছেন আইনজ্ঞদের একাংশ।
১০ ডিসেম্বরের মধ্যে তালিকা জমা না পড়লে কমিশনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। ফলে আদালতের এই নির্দেশে প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে তৎপরতা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us