BREAKING: কাল চিকিৎসকদের মেগা মিছিল! হাইকোর্ট দিল ছাড়পত্র! পাল্টা বিশেষ দাবি করছে রাজ্য

কোথায় হবে মিছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল ডাক্তারদের মিছিল। অনুমতি নেই পুলিশের। তবে কলকাতা হাইকোর্ট চিকিৎসকদের মিছিলে দিল সবুজ সংকেত। ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলের অনুমতি। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে, নির্দেশ আদালতের। 

মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন, দাবি রাজ্যের। "সদস্য-সংখ্যা বলতে পারি কিন্তু সাধারণ মানুষ যোগ দিলে সেই সংখ্যা কিভাবে বলব?" পাল্টা সওয়াল চিকিৎসকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। "রাজ্য কি ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদ জানাতে বারণ করতে পারে?", প্রশ্ন বিচারপতি ভরদ্বাজের। "আমি এবং আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছি। দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে। ৪০-৫০ বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে। মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক", বললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।