/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) দেশজুড়ে কার্যকর হলেও বাংলায় এখনও অনেকেই জানেন না কীভাবে আবেদন করতে হবে বা প্রক্রিয়াটি কী। এই পরিস্থিতিতে ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে আরও জোর দিতে সক্রিয় হল বিজেপি নেতৃত্ব। আজ, বুধবার কলকাতায় অনুষ্ঠিত হল সিএএ নিয়ে বিশেষ বৈঠক ও কর্মশালা, যেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা।
সূত্রের খবর, এদিনের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ও দলের আইটি সেল প্রধান অমিত মালব্য স্পষ্ট নির্দেশ দেন — নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে এবং বেশি সংখ্যক মানুষকে যুক্ত করতে হবে। তাঁরা রাজ্য নেতৃত্বকে জানান, যত দ্রুত সম্ভব ও যত বেশি সংখ্যক আবেদন জমা দেওয়া যায়, সেই দিকেই জোর দিতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/76iLSNaSl98CMDnAHmb3.jpg)
প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই বৈঠক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক সিএএ সহায়তা ক্যাম্প বা শিবির খোলা হবে। বিশেষ করে যেখানে মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বেশি, সেই সব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বনগাঁ ও নদিয়া জেলা। এই দুই জেলার একাধিক বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভার অধীনে থাকা প্রতিটি মণ্ডলে কমপক্ষে তিনটি শিবির খুলতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ক্যাম্প সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্তদের। কারা এই কাজে দায়িত্ব পেয়েছেন এবং ভবিষ্যতে কারা যুক্ত হবেন, তার তালিকাও কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাতে হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি চাইছে সিএএ বিষয়টি ভোটের আগে সংগঠনমূলক প্রচারের মূল ইস্যুতে পরিণত করতে। ফলে রাজ্যজুড়ে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে নাগরিকত্ব আবেদন বিষয়ে সচেতনতা অভিযান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us