CAA শিবির নিয়ে বড় পদক্ষেপ বিজেপির! রাজ্যজুড়ে শুরু হচ্ছে ৭০০ শিবিরের প্রস্তুতি

রাজ্যজুড়ে ৭০০টি CAA শিবিরের পরিকল্পনা বিজেপির।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে SIR (State Immigration Register) চালু নিয়ে জোর জল্পনার মধ্যেই নড়েচড়ে বসেছে বিজেপি। নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করার পর এবার সেই সংক্রান্ত প্রচার শিবিরের প্রস্তুতি নিচ্ছে দল। বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রের খবর, সারা রাজ্যে প্রায় ৭০০টি CAA সচেতনতামূলক শিবির করার পরিকল্পনা নিয়েছে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলো। এই শিবিরে সাধারণ মানুষকে বোঝানো হবে— CAA কীভাবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে এবং এর সঙ্গে NRC বা SIR-এর সম্পর্ক কতটা বাস্তবিক।

দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা— বিশেষ করে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার ও উত্তর দিনাজপুর-এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের মধ্যে ‘নাগরিকত্বের অধিকার’ নিয়ে আস্থা তৈরি করাই মূল উদ্দেশ্য।

caa

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সংগঠক বি.এল. সন্তোষ, সংগঠন সম্পাদক সুনীল বনশল, এবং রাজ্য নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, CAA বাস্তবায়নের পর প্রশাসনিক প্রতিক্রিয়া, এবং আসন্ন পৌর ও লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে SIR চালুর সম্ভাবনা ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। আর সেই সময়েই বিজেপির পক্ষ থেকে এই শিবির-প্রচারণা শুরু করার প্রস্তুতি রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে এই কর্মসূচি ঘিরে রাজনীতির পারদ আরও চড়বে বলেই ধারণা করা হচ্ছে।

বিজেপি সূত্রের দাবি, “CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা চাই মানুষ প্রকৃত তথ্য জানুক। নাগরিকত্ব আইনে কারও অধিকার কেড়ে নেওয়া নয়, বরং যাঁরা উদ্বাস্তু, তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়াই এই আইনের উদ্দেশ্য।”

এদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করে বলেছে, “নির্বাচনের আগে বিজেপি আবার বিভাজনের রাজনীতি শুরু করেছে।”

রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর তার মধ্যেই সল্টলেকের বৈঠক থেকে বিজেপির এই পদক্ষেপে ফের একবার চাঞ্চল্য ছড়াল রাজনীতির অন্দরে।