তদন্তের কাজ এগোচ্ছে
তৃণমূল নেতা খুন, পালটা জনতার মারে অভিযুক্তের মৃত্যু, এলাকায় অগ্নিসংযোগ-সহ হিংসার ঘটনায় এখনও তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এখনও অধরা মূল পান্ডারা। এলাকা থমথমে, ঘরছাড়া বহু মানুষ। তদন্তের কাজ এগোচ্ছে।
/anm-bengali/media/media_files/JNLfcebu9BlpAPROsFoP.jpg)
তৃণমূল নেতা খুন, পালটা জনতার মারে অভিযুক্তের মৃত্যু, এলাকায় অগ্নিসংযোগ-সহ হিংসার ঘটনায় এখনও তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এখনও অধরা মূল পান্ডারা। এলাকা থমথমে, ঘরছাড়া বহু মানুষ। তদন্তের কাজ এগোচ্ছে।

/anm-bengali/media/media_files/WOYdisKvZ2XmbgPyZRwX.jpg)
জয়নগর নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ‘হিংসার সংস্কৃতি’ বলে উল্লেখ করে তাঁর বার্তা, রাজ্যের কোথাও কোথাও এ ধরনের সংস্কৃতি এখনও চলছে। তা বন্ধ করতে আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক পদক্ষেপ গ্রহণ করা দরকার।
