"কিন্তু যেখানে মমতার সরকারই চোর সেখানে ন্যায় বিচার হবে? এই চোরদের সরকার ন্যায় দেবে?"- মমতা ব্যানার্জিকে বড় নিশানা

কি বলা হল মমতা ব্যানার্জিকে?

author-image
Aniket
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মমতা ব্যানার্জি ও তার সরকারের দিকে বড়সড় নিশানা দাগলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি ট্যুইট করে বলেছেন, "নির্যাতনের এ ঘটনা গভীর উদ্বেগজনক ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননা।

শিক্ষকরা জাতির নির্মাতা — তাঁদের ওপর পুলিশি আক্রমণ লজ্জাজনক!

প্রথমে চাকরি বিক্রি করে তাঁদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে TMC সরকার,
এবার চাকরিহারা শিক্ষকদের দাবি জানানোর অপরাধে চলছে নির্মম লাঠিচার্জ!

আজ দুপুরে বিকাশ ভবনের সামনে TMC নেতা সব্যসাচী দত্ত ও তাঁর অনুগামীদের নেতৃত্বে চাকরিপ্রার্থী শিক্ষকদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে।

এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র প্রতিবাদ ও কঠোর নিন্দা জানাই।

এই ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কিন্তু যেখানে মমতার সরকারই চোর সেখানে ন্যায় বিচার হবে? 

এই চোরদের সরকার ন্যায় দেবে?"

z

তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।