আজ লাগামছাড়া সম্পদ আসবে! টাকার পাহাড়ে ২ রাশি

জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হতে পারে এবার। এই ২ রাশির জন্য দারুণ খবর আছে। আজকের সকাল শুরু করার আগেই এই সুখবর জেনে নিন এখানে। হতে পারে আপনার ভাগ্যেও আছে কোনো ভালো খবর।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
astrokanya

নিজস্ব সংবাদদাতা: গ্রহের রাজকুমার বুধ অন্যান্য গ্রহের মতই রাশি পরিবর্তন করার ফলে ১২ রাশির উপরে এর প্রভাব পড়ে৷ বুদ্ধিদাতা বুধ আগামী ৭ মার্চ ২০২৪ রাশি পরিবর্তন করছে৷ বুধ মীনে প্রবেশ করতে করতে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে পারে। 

কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হবে৷ কর্কট রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে জাতক-জাতিকারা৷ এই নবম ঘর হল ভাগ্যের ঘর৷ জাতক-জাতিকারা উচ্চশিক্ষা পেতে পারে আর তার থেকে সাফল্য পাবে। লেখালিখি সংক্রান্ত বিষয়ে উন্নতি হতে পারে। ভাইবোনের সম্পর্ক আগের থেকে আরও ভাল হবে৷

ধনু: এই রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে বিরাট উন্নতি হবে৷ সুখে ভরে উঠবে জীবন৷ চাকরিজীবীদের জন্য বিরাট উন্নতি হতে পারে৷ বিনিয়োগের ক্ষেত্রে ভাল রিটার্ন পেতে পারেন৷ বাড়ি, গাড়ি কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে এবার ভাল সম্পর্ক হতে পারে।

Add 1

স

cityaddnew

স