এই সংখ্যা নিয়ে বিতর্ক বাড়ে শিক্ষা মহলে

হাজার হাজার মানুষ যখন রাস্তায় নিয়োগের আশায় দিন গুনছেন, তখন শিক্ষামন্ত্রী বলে বসলেন গোটা রাজ্যে শূন্যপদ মাত্র ৭৮১। তাঁর দেওয়া এই সংখ্যা নিয়ে বিতর্ক বাড়ে শিক্ষা মহলে। চাকরি প্রার্থীদের মধ্যেও শুরু হয় গুঞ্জন।

ধবার তাঁর দেওয়া তথ্যের ব্যাখ্যা দিলেন ব্রাত্য বসু

আদালতে খোদ শিক্ষা দফতর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ২১ হাজার শূন্যপদের কথা বলেছিলেন। সেই দফতরের মন্ত্রীই বলছেন শূন্যপদ মাত্র ৭৮১? তা কী করে হয়? এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই বুধবার তাঁর দেওয়া তথ্যের ব্যাখ্যা দিলেন ব্রাত্য বসু।