New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর। আর এইসময় সবথেকে বেশি অসুবিধার শিকার হচ্ছেন স্কুল পড়ুয়ারা। তীব্র গরমের ফলে অনেক স্কুল ছাত্রই শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন। আর তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ফের স্কুলছুটির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,প্রবল তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী ১৩ই ও ১৪ই জুন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্ৰতিষ্ঠান বন্ধ থাকবে। তীব্র গরমের হাত থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিস্তার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/EE4yt0aGdadjoCdPR1v4.jpg)
— Bratya Basu (@basu_bratya) June 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us